স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে থেকে গ্রিক দেবীর মুর্তি অপসারণের দাবীতে নরসিংদী শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী আন্দোলন।
বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন, নরসিংদীর সভাপতি মাওলানা আব্দুর বারী। পূর্ব ঘোষিত কর্মসুচী অনুযায়ী মঙ্গলবার বাদ জোহর ইসলামী আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন ও ইশা শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা নরসিংদী পৌরসভা চত্বরে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংঘটিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা নরসিংদী রেলস্টেশন চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন ভূইয়া, শ্রমিকনেতা ওয়াহেদ মিয়া, ডা. ইদ্রিস, ছাত্রনেতা জয়নাল আবেদীন ও আরিফ বিন মেহের উদ্দিন। বক্তাগণ বলেন, জনগণের দাবী ছিল সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মুর্তি অপসারণ। সে ক্ষেত্রে সরকার সুপ্রিম কোর্টের সামনে থেকে মুর্তি সরিয়ে পূণরায় এনেক্স ভবনের সামনে নিয়ে স্থাপন করেছে। মুর্তি স্থানান্তর নয়, আন্দোলন ছিল মুর্তি সংস্কৃতির বিরুদ্ধে। মুসলমানরা কখনোই মুর্তি সংস্কৃতিতে বিশ্বাসী হতে পারে না।
0 comments:
Post a Comment