মো. আনোয়ার হোসেন: মনোহরদীতে ঈদ কেনাকাটার ব্যস্ত সময় পার করছে নগরবাসী। যতই ঘনিয়ে আসছে ঈদ ততই জমে উঠেছে মনোহরদীর ঈদ বাজার। বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সি মানুষের পদভারে মুখরিত মনোহরদীর বিপনী বিতানগুলো। ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের নামের পোশাকের পাশাপাশি ভারতীয় বিভিন্ন পদের পোশাকের কদর বেশি এখানে। আছে দেশি সুতি কাপড়ের চাহিদাও। তবে দাম বৃদ্ধির অভিযোগ করছে ক্রেতারা। মনোহরদীর এনায়েত সুপার মার্কেট, সাগর বস্ত্রালয়, জমজম বস্ত্রালয়, আহম্মদ মার্কেটসহ ছোটবড় কোন মার্কেটেই বেচাকেনার কমতি নেই। সকাল থেকে গভীর রাত অবদি ক্রেতারা ভিড় করছেন এসব বিপনিবিতান গুলোতে। তবে পুরো বাজার দখল করে রেখেছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের নামীয় ব্র্যান্ড পোশাক। এবার ছোট জামার দিকে নজর নেই মেয়েদের। তারা ঝুকছেন লেহেঙ্গা, লং ও ফ্লোর টাচ গ্রাউন ডিজাইনের জামার দিকে। দেশী সুতি পোশাকও কিনছেন অনেকেই। আর ছেলেদের টিস্যু ও জিন্স প্যান্ট আর ব্র্যান্ডের শার্ট। তবে সব পোশাকেই দাম বৃদ্ধির কথা বলছেন ক্রেতারা। এতে বিক্রি ভালো হওয়ায় ব্যবসায়িরা আছেন খোশ মেজাজে। দেশি কাপড়ের চেয়ে বিক্রি ও চাহিদার শীর্ষে আছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ড। এমনটাই বলছেন বিক্রেতারা। দাম বৃদ্ধির বিষয়টি আমলে আনতে চান না তারা। মনোহরদীতে এবার ঈদে কয়েক কোটি টাকার বেচাকেনার আশা বিক্রেতাদের।

0 comments:

Post a Comment