শেষ মুহূর্তে পলাশে ক্রেতাদের উপচে পড়া ভিড়
আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি: রমজানের শেষ মুহূর্তে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার মার্কেটগুলোতে কসমেটিক, জুতা, ইলেকট্রনিক্স, পোশাকের দোকানগুলোসহ ছোট বড় রাস্তার মোড়ে ও পলাশ বাজারের ব্রীজের উপরে বসা ফুটপাতের দোকানগুলোতেও কেনাকাটার ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়িরা বাহারি ডিজাইনের আধুনিক পোশাকে দোকানকে সুসজ্জিত করে ক্রেতাদের মন কেড়েছেন। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই বেচাকেনা বাড়ছে। মূলত মুসলিম সম্প্রদায়ের এ ঈদ হলেও এ দিনটিতে পলাশ উপজেলায় বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ ঈদ উৎসব হিসেবে আনন্দ-উল্লাস করে থাকেন। ঈদ উপলক্ষে উপজেলার ছোট-বড় মার্কেটগুলো এবং ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর দোকানগুলো সূর্যোদয়ের পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা রাখছে। ক্রেতা সাধারণের উপচে পড়া চাপে ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যানরা হিমশিম খাচ্ছেন। এবার ঈদে রাজশাহী সিষ্ক শাড়ি, বাচ্চা মেয়েদের দেশি ও ভারতীয় পাখি ড্রেস, কিশোরদের জিন্স প্যান্ট, শার্ট, হাফ শার্টের চাহিদা বেশি। সরেজমিনে পলাশ উপজেলার বিভিন্ন মার্কেটে ও ফুটপাতের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এবার ঈদকে ঘিরে বাহাবুলি, গ্রাউন লং জামা, গ্রাউন ফ্রক, জিন্স প্যারন্ট, প্রিন্ট শার্ট, প্রিন্ট পাঞ্জাবি ছোটদের স্কাট, রাখি বন্ধন, থ্রি-পিস, লং টপস লীলাবতী বেচাকেনা বেশি হচ্ছে। অনেক বিক্রেতা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং তা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এ ভিড় থাকে। তবে রোজা থাকার কারণে ক্রেতারা বেশিক্ষণ দোকানে দেরি না করে পছন্দসই পোশাকটি দাম মিটিয়ে নিয়ে চলে যাচ্ছেন। ঈদের পোশাক কিনতে আসা গৃহিনী মলি আক্তার, রুজিনা, নাজমা ও আয়শা বেগম জানান, ধর্মীয় উৎসব বলে কথা। কেনাকাটা তো করতেই হবে। পলাশ বাজারের ব্যবসায়ি শাহীন মিয়া জানান, এবার পবিত্র ঈদুল ফিতরের ঈদে কয়েক বছরের চেয়ে ব্যবসা ভালো হচ্ছে। তবে শাড়িসহ অন্যান্য পোশাকের দাম এবার চড়া হওয়ায় ক্রেতারা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দাম যাচাই-বাছাই করে তাদের পছন্দের কাপড়-চোপড় কিনছেন। এ কারণে ক্রেতাদের বেশি সময় দিতে হচ্ছে দোকানিদের। অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে কাপড় ব্যবসায়িরা তাদের ইচ্ছা মতো দাম হাঁকছেন। যে যার কাছ থেকে যেভাবে পাড়ছেন দোকানিরা তার থেকে দাম বেশি নেয়ার চেষ্টা করছেন। এদিকে ঈদ উপলক্ষে দেশি-বিদেশি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর কোম্পানিগুলোর পণ্য মূল্য ছাড় দেয়ায় এসব পণ্যসামগ্রীর শো-রুম এবং দোকানগুলোতে ক্রেতাদের ভিড় অভাবনীয়। ঈদ উপলক্ষে শাড়ি ও জামাকাপড় এবং জুতা-স্যান্ডেল ক্রয়ের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী টিভি, ফ্রিজ, রাইস কুকার ও মোবাইল সেট দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিত চোখে পড়ার মতো।
0 comments:
Post a Comment