মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ॥ আহত ৬
মুহা. ইসমাইল খান: মনোহরদীতে নসিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেদন মিয়া (৩৫) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন গরু ব্যবসায়ি। মূমুর্ষূ অবস্থায় চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, জয়নাল আবেদীন (৪০), গুলজার হোসেন (৪২), নাইম (১৪), ইয়াছিন আলী (৫০), আনছার আলী (৬০) ও জাকির হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে গরু বোঝাই একটি নসিমন ঢাকা-কিশোরগঞ্জ সড়কের নারান্দী বাসস্ট্যান্ডের উত্তর পাশে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ি মো. বেদন মিয়া নিহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মূমুর্ষূ অবস্থায় গোলজার হোসেন, নাইম, জয়নাল আবেদীন ও জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মনোহরদী থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0 comments:
Post a Comment