শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নরসিংদী-৩ শিবপুরের সাবেক এমপি জহিরুল হক ভূঞা মোহনের পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনাথ, অসহায় দু:স্থদের মাঝে বুধবার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১৫ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ ভবনে শাড়ি লুঙ্গি বিতরণ করেন সাবেক এমপি জহিরুল হক ভূঞা মোহনের ছোট ভাই শিল্পপতি জুনায়েদুল হক ভূঞা জুনু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খান ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঙ্গুর মৃধা, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মাস্টার, পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব রিফাত আলম ভূঞা, মামুন খান প্রমুখ।

0 comments:

Post a Comment