হলধর দাস: নরসিংদী শহরের বীরপুর এলাকা মোটর সাইকেলের ধাক্কায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (২১ জুন’১৭) সকাল সাড়ে ১০টায় রায়পুরার বটতলী খামার গ্রামের বাসিন্দা আব্দুল বারেক সরকার (৮০) শহরের নরসিংদী-রায়পুরা সড়কে বীরপুর জামে মসজিদের পাশে রাস্তা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এ সময় একটি মোটর সাইকেল চালক অপর একটি সিএনজিচালিত অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে দাঁড়ানো বৃদ্ধ আব্দুল বারেক সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায়, হাতে ও পায়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। আশপাশের লোকজন গুরুত্বর আহতাবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু ঘটে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ মোটর সাইকেলটি আটক করে নরসিংদী সদর মডেল থানায় নিয়ে যায়। তবে চালক পলাতক।


0 comments:

Post a Comment