তৌহিদুর রহমান: নরসিংদীতে সূধিজনদের সম্মানে আয়োজিত জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২২ রমজান জেলা পুলিশ লাইন দরবার হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদরের সংসদ সদস্য লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক)।  ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ^াস, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিকবৃন্দ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, মো. শফিউর রহমান, শাহরিয়ার আলম ও সহকারি পুলিশ সুপারগণ আগত অতিথিদের অভ্যর্থনা জানান।


0 comments:

Post a Comment