শিবপুর উপজেলা কৃষকলীগের ইফতার মাহফিল
এস.এম.খোরশেদ আলম: শিবপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে ১৮ জুন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মো. সামসুল আলম ভূইয়া রাখিল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন খান অরুন, চক্রধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করিম খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন প্রমুখ। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান বলেন, শেখ হাসিনা সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার। কৃষকরাও দেশের উন্নয়নে অবদান রাখছে। সে জন্যই দেশ এখন খাদ্যে স্বয়ংস্পূর্ণ। সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, কৃষকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের উৎপাদিত ফসল দেশ ছাড়িয়ে আজ বিদেশেও রপ্তানি হচ্ছে। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করতে হবে। তাহলেই দেশ উন্নত দেশে পরিণত হবে।
0 comments:
Post a Comment