নরসিংদীতে সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ
স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার সমাজসেবা অফিসের উদ্যোগে ২০ জুন বিকেলে উপজেলা পরিষদ মাঠে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক) এমপি’র প্রতিনিধি হিসেবে সহকারি একান্ত সচিব আলহাজ্ব মনিরুজ্জামান ভূইয়া মনির। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হালদারসহ অন্যান্য আরো কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বয়স্ক ৩১৩টি, বিধবা ৬৬টি, প্রতিবন্ধী ৪৫৯টি কার্ড বিতরণ করা হয়।
0 comments:
Post a Comment