স্টাফ রিপোর্টার: গত শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ’র সভাপত্বিতে ও জেলা বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ মনির হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম সাঈদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মাও: ছলিমুল্লাহ আজিজি সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী সদর শাখা, আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিশের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাও: মুফতী মনিরুজ্জামান, মাও: গাজী ইসমাইল ভাঁওয়ারী সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নরসিংদী জেলা, মাও: তারেকুল ইসলাম কাসেমী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ দারুল উলুম মাদ্রাসা শাখা ভারত,  মাও: আব্দুল্লাহ আল-মামুন সাবেক বাইতুল মাল সম্পাদক মনোহরদী উপজেলা শাখা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র মজলিশ নরসিংদী জেলা ও উপজেলা শাখার কর্মীবৃন্দ।

0 comments:

Post a Comment