শিবপুরে ৪র্থ শ্রেণির কর্মচারীদের ইফতার মাহফিল
শিবপুর প্রতিনিধি: শিবপুর উপজেলার ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির আয়োজনে গতকাল সোমবার বিকাল ৪টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়।
উপজেলা ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোল্লা কনকের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কেশব চন্দ্র দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাপসী রাবেয়াসহ উপজেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম শেখ আব্দুল কাইয়ুম।
0 comments:
Post a Comment