সরকার আদম আলী: দ্রুতবেগে ধাবমান এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের প্রচন্ড ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিক্সা মাটির ঢেলার মত বিধ্বস্ত হয়ে ২ কিলোমিটার দূরে গিয়ে পতিত হয়েছে।
গতকাল সোমবার রাতে ঢাকা-কিশোরগঞ্জ লাইনে রায়পুরা উপজেলাধীন খানাবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে রেললাইনের পয়েন্টে ভেঙ্গে গেছে। প্রচন্ড ঘর্ষণে স্লিপারের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে এগারোসিন্দুর ট্রেনটি। বেঁচে গেছে ঈদের ঘরমুখী শত-শত যাত্রী।
জানা গেছে, গত সোমবার ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধুলী ট্রেনটির যাত্রা বিলম্ব ঘটে। রাত ১১টায় ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। রাত সোয়া ১১টায় খানাবাড়ি রেলস্টেশনের পাশে একটি অবৈধ লেবেল ক্রসিং পার হতে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা রেললাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনটি কমবেশি ৮০ কিলোমিটার বেগে ঘটনাস্থল দিয়ে যাবার সময় সিএনজি চালিত বেবীটেক্সিটির সাথে ইঞ্জিনের প্রচন্ড সংঘর্ষ ঘটে। এতে বেবীটেক্সিটি ইঞ্জিনের সামনে আটকা পড়ে যায়। দীর্ঘ ২ কিলোমিটার দূরে যাবার পর বেবীটেক্সিটি বিধস্ত হয়ে হুমায়ূন শাহ নামে একজন পীরের মাজার থেকে আরো কয়েকশত গজ দূরে গিয়ে লাইনের পাশে বিধ্বস্ত হয়ে পড়ে যায়। তবে বেবীটেক্সিটি লাইনে আটকা পড়ার পর দ্রুত বেগে ট্রেন আসতে দেখে যাত্রী ও চালক তাৎক্ষণিকভাবে বেবীটেক্সি থেকে নেমে পালিয়ে যায়। 

0 comments:

Post a Comment