শিবপুরে গৃহবধুর গায়ে এসিড নিক্ষেপের ঘটনায় ২ জনকে আসামী করে মামলা
তৌহিদুর রহমান: শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধুর গায়ে এসিড নিক্ষেপ করার ঘটনায় প্রতিবেশি ২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার পুটিয়া, কামারগাও এলাকায় এই ঘটনা ঘটে। আহত গৃহবধুর নাম নাসরিন নাহার সুমি সে পুটিয়া কামারগাও’র বাসিন্দা দুবাই প্রবাসী মো. নয়ন মিয়ার স্ত্রী। এসিড নিক্ষেপের এরপর প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করেন চিকিৎসকরা। বার্ণ ইউনিটের চিকিৎসা শেষে আহত গৃহবধু নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর,মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ। এ সময় তিনি এসিডদগ্ধ মহিলার কাছ থেকে ঘটনার বিবরণ শুনেন। এ ব্যপারে আহতের বড় বোন বাদী হয়ে শিবপুর মডেল থানায় প্রতিবেশি ফজিলা বেগম ও মোস্তফার নামে একটি মামলা দায়ের করেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, মামলাটি আমরা খুব গুরুত্বসহকারে নিয়েছি। জড়িত আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।
0 comments:
Post a Comment