পলাশে ইফতার মাহফিলে দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত
আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি: পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জন্য ইফতার মাহফিল ও দেশবাসীর কল্যাণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলা পাড়ার জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার দোয়া-মোনাজাতটি অনুষ্ঠিত হয়। এতে দড়িহাওলা পাড়ার প্রায় এক হাজার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলম খন্দকার, সাবেক মেম্বার আব্দুল মান্নান, আমির হোসেন ভূইয়া, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন, ঘোড়াশাল শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিউল আলম শাহীন, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ নেতা এমরান হোসেন প্রমুখ।
0 comments:
Post a Comment