মনোহরদী প্রতিনিধি: গত শুক্রবার মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন মনোহরদী থানার পরিদর্শক তদন্ত সাফায়েত হোসেন, পলাশ সোনালী ব্যাংক লি: মনোহরদী শাখার ব্যাবস্থাপক, ইসলামী ব্যাংক লি: মনোহরদী শাখার ব্যবস্থাপক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিউর রহমান তারা, এপিপি এড. আবদুল মোতালিব, আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসিমা পারভিন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহজালাল হীরার পরিচালনায় পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত পাঠ ও মোনাজাত করেন ইসলামী ব্যাংক মনোহরদী শাখার সিনিয়র অফিসার মো. হাফিজুর রহমান।

0 comments:

Post a Comment