স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর অন্তর্ভুক্ত সংগঠন নরসিংদী জেলা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সভা গত ৮ জুন উপজেলা মোড়স্থ সাপ্তাহিক চেতনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুদ্দিন, চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পাপড়ীর নির্বাহী পরিচালক আবু বাছেদ, আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনজিল এ মিল্লাত, সাংবাদিক জয়নাল আবেদীন, এনজিও ব্যক্তিত্ব জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর, মতিউর রহমান ভূইয়া জাকির, মো. শাহজাহান মিয়া, ফারহানা শাহনাজ (নার্গিছ), ডা: শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পর সর্বসম্মতিক্রমে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহীকে সভাপতি ও জসিম উদ্দিন জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নরসিংদী ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনজুর এলাহী বলেন দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই লোক। তারা কারো না কারো, ছেলে, ভাই, বন্ধু আত্মীয়স্বজন, তাদেরকে অবহেলা করলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও তাদেরকে উৎসাহিত করতে হবে। নরসিংদী ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের মাধ্যমে তাদেরকে আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালাব। এই জন্য তিনি প্রশাসনসহ জেলার সর্বস্তরের জনগণের  দোয়া ও সহযোগিতা কামনা করেন।

0 comments:

Post a Comment