শিবপুর থেকে সংবাদদাতা: শিবপুর পৌরসভা বিএনপির ও সকল সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেল ৪টায় শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুল হাসান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ছানাউল্লাহ মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তোফাজ্জল হোসেন প্রমুখ।

0 comments:

Post a Comment