নরসিংদীতে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জেলার সমন্বিত উন্নয়নে সকল বিভাগের গুরুত্বই অপরিসীম -ড. সুভাষ চন্দ্র বিশ্বাস
স্টাফ রিপোর্টার: আজ রোববার সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন-২০১৭ মাসের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। সভার সার্বিক সমন্বয়ে ছিলেন উক্ত কমিটির সদস্য সচিব নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক।
জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, জেলার উন্নয়ন ও দেশের স্বার্থে সকল বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলো আমাদের মূল লক্ষ্য। জেলার সমন্বিত উন্নয়নে সকল বিভাগের গুরুত্বই অপরিসীম। কোন কোন বিভাগের কাজ বেশি হলেও জনসেবায় সকল বিভাগকেই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। তাই তিনি সকলকে আন্তরিকতার মাধ্যমে নরসিংদীবাসীর উন্নয়নে কাজ করার আহবান জানান।
এছাড়াও সভায় স্ব স্ব বিভাগের বিভিন্ন কর্মকা- নিয়ে আলোচনা করেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. লতাফত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগ এর উপ পরিচালক মো. আবদুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোরাদ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা মাসুদা ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ ইদ্দন আহমেদ, বিসিক’র এজিএম মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার, তিতাস গ্যাসের কর্মকর্তা, নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হরিদাস ঠাকুর, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মো. সায়রুল ইসলাম, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবদুল করিম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মজিবুর রহমান চৌধুরী, নরসিংদীর সহকারী সেটেলমেন্ট অফিসার মুহা: আবু তাহের, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার প্রমূখ।
সভায় স্থানীয় সরকার অধিশাখার উপ-পরিচালক (উপ-সচিব) ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা কাজী আনোয়ার কামাল সহ অন্যান্য গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment