স্টাফ রিপোর্টার: শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার প্রেসক্লাব কার্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার আ: মোতালিব খান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সহকারী কমান্ডার মো. বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ.কে নাছিম আহম্মেদ হিরন, শিবপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 comments:

Post a Comment