রায়পুরা প্রতিনিধি: নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা। ভাঙ্গা গড়া এ খেলায় অনেকেই সর্বশান্ত হয়ে পড়েন। এমনিই ভাবে নরসিংদীর রায়পুরায় দূর্গম চরাঞ্চল চরমধূয়া ইউনিয়নের হিন্দুপাড়া গ্রাম সংলগ্ন কামাল নামে এক কৃষকের প্রায় ৫ একর ফসলি জমি আজ রবিবার মূহুর্তেই মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে তার এক খন্ড ভিটামাটি ছাড়া আর কিছুই রইলো না বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক কামাল।
কামাল জানান, সেহরির পর খবর পেয়ে নদীর পাড়ে গিয়ে দেখেন এক সাথে থাকা প্রায় ৫ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। সকাল পর্যন্ত সম্পূর্ণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। এ ভাঙ্গন কবলিত জমিতে তার পাট, ঢেড়শ পিয়ারা বাগান ও বুনা আমন ধানের ফসল ছিলো। এতে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চরমধূয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, কৃষক কামালের ফসলি জমি নদী গর্ভে বিলীনের খবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতার্র নিকট লিখিত আকারে জানিয়েছি। এছাড়াও চরমধূয়া ইউনিয়নের নদী পাড়ের বসত বাড়িসহ ফসলি জমি প্রতিবছরেই নদী ভাঙ্গনের স্বীকার হচ্ছে। এ নদী ভাঙ্গন রোধে স্থায়ী ভাবে সমাধানের জন্যে সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট দাবী জানান তিনি।

0 comments:

Post a Comment