স্টাফ রির্পোটার: নরসিংদীর বিলাসদী ব্যাংক কলোনী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বাদ আছর হতে নতুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের মাঠে প্যান্ডেল সজ্জিত এক মনোরম পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, নরসিংদী শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আফছার উদ্দিন আহমেদ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর খান, সহ-সভাপতি ধন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন ভূইয়া, সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মো. জালাল উদ্দিন ও সংগঠনের অন্যতম সদস্য, নরসিংদী জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.আর. মোখলেছুর রহমান। রমজানের সিয়াম সাধনা গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিলাসদী ব্যাংক কলোনী জামে মসজিদের পেশ ইমাম ইফতারের সময় দোয়ার পর সুন্দর মনোরম পরিবেশে সু-সজ্জিত প্যান্ডেলে বসে সাবাই মিলে ইফতার করা হয়। সংগঠনের সদস্য ছাড়াও সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


0 comments:

Post a Comment