শিবপুর থেকে সংবাদদাতা: শিবপুর পৌরসভা মহিলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগ অফিস প্রঙ্গণে  ইফাতার ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমানা মোশারফের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুল আলম ভূঁইয়া রাখিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি তাপসি রাবেয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত ভূঁইয়াসহ উপজেলা ও পৌরসভার সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


0 comments:

Post a Comment