স্টাফ রিপোর্টার: ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে ভুলে যাওয়া দ্বন্দ্ব, সাম্যের গানগুলো এক সাথে বাজানো, ঈদ মানে নবরূপে পৃথিবীকে সাজানো। ঈদের আমেজ তৈরী করতে প্রাণান্তর প্রচেষ্টা নরসিংদী, মাধবদীসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে। নতুন জামা, নতুন জুতা, পাঞ্জাবি, পায়জামা ছাড়া ঈদ অপূর্ণই যেন রয়ে যাবে। তাই প্রতিদিন সকাল থেকে রাত অবদি নরসিংদী শহরসহ মাধবদী বাজারের বিপনী বিতানগুলোতে নারী পুরুষ, শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পনের রোজার পর থেকেই। তারপরেও ঈদ বলে কথা। কিনতে হবে ঈদের সামগ্রী। হাসি ছড়িয়ে দিতে প্রিয়জন, পরিজনদের মাঝে, তাই কষ্টেসৃষ্টে সবাই কমবেশি কেনাকাটা করতে দেখা যায় নরসিংদীর বাজার, সিএন্ডবি রোড, মাধবদী স্কুল সুপার মার্কেট, সোনারবাংলা মার্কেট, বোরহান মার্কেট, মোল্ল¬¬া মার্কেটসহ ফুটপাতের মৌসুমি দোকানগুলোতে। 
ঈদকে সামনে রেখে দোকানীদের মাঝেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। প্রতিটি দোককেই সাজানো হয়েছে নতুন নতুন পোষাকের বর্ণিল সাজে। ক্রেতাদের আকৃষ্ট করতে তেমন কোন মূল্য ছাড় না থাকলেও বিক্রেতাদের দাবী জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।  তবে এ ক্ষেত্রে ক্রেতা সাধারণ ভিন্ন মত পোষণ করেন। তাদের ভাষ্যমতে গত বছরের তুলনায় এ বছর সবছিুরই দাম একটু বেশি। এমনকি ঢাকার বাজারের তুলনায় নরসিংদী, মাধবদীতে দামের দিক দিয়ে ক্রেতারা অনেক ঠকছেন বলেও দাবী করনে। তাছাড়া কেউ কেউ গলাকাটা দামহাকছেন বলে অভিযোগ উঠেছে। দেশি কাপড়কে বিদেশী বলে চালিয়েও দিচ্ছেন কেউ কেউ। তবে ক্রেতা বিক্রেতার চিরকালের দ্বন্দ্ব কী ঈদের আমেজ কমিয়ে দিবেÑ তা হতে পারে না। তাই ক্ষণিকের দরকষাকষি ভুলে উভয়ের মুখেই তৃপ্তির হাসি দেখতে পাওয়া গেছে।
নরসিংদী শহরের বিভিন্ন বিপনী বিতান ইসলাম প্লাজা, ভূইয়া প্লাজা, ইনডেক্স প্লাজা, শরীফ ম্যানশন, রেলস্টেশন মার্কেটসহ মাধবদীর স্কুল সুপার মার্কেট, বড় মসজিদ মার্কেট দামী কাপড়ের দোকান রয়েছে। এইসব মার্কেটের দোকানীদের সাথে আলাপ করে জানা গেছে এবার বেচাবিক্রি তাদের ততোটা ভালো নয়। খারাপের পিছনের যুক্তি হলো বৃষ্টি, সাম্প্রতিক ঘোষিত বাজেট। তারপরেও বেচাবিক্রি নিয়ে তারা খুশি। তাদের দোকানগুলোতে ভালো বিক্রি হচ্ছে হাল মডেলের শাড়ি টাপুরটুপুর, বাহা, মনিপুরি, মিঞ্জুরি ইয়াসিল, কাঠ পার্লু, জামদানি, সিল্ক, জর্জেট ও নেট। তাছাড়া মুরব্বিদের জন্য টাঙ্গাইলের শাড়িরও একটা ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান। রমনী ফ্যাশন ও রমনী স্টাইলে’র কর্ণধার আলহাজ্ব নিজাম উদ্দীন ভূইয়া লিটন। এছাড়াও তাদের দোকানে রয়েছে থ্রি পিস আশেকী টু, থ্রীডি, বিপুল , সামাইয়া সহ দেশী বিদেশী নিত্য নতুন পণ্যের কালেকশন। মাধবদী শিশুমেলার কর্ণধার জাহাঙ্গীর আলম অভি জানান এবার তাদের কালেকমনের মধ্যে বাপবেটা কাপল পাঞ্জাবী বেশ ভালো চলছে।
ঈদ মানেই তৈরী পোষকের এক বিরাট বাজার। আর তার কথা মাথায় রেখেই নরসিংদী-মাধবদীর রেডিমেন্ট গার্মেন্টস ব্যবসায়িরা বিচিত্র রঙের পোষাকের পসরা সাজিয়েছেন। তবে এসব দোকানে দেশি কাপড়ের তুলনায় বিদেশীদের দাপট অনেক বেশি। কসমেটিকস সামগ্রীর দোকানগুলোতেও উঠতি বয়সী তরুণীদের ভীড় লক্ষ্য করার মতন। মাধবদীর সবচেয়ে পুরাতন কসমেটিক্স দোকান স্মরণিকা কসমেটিক্সের মালিক মো. সেলিম মিঞা জানান, তাদের বেচাবিক্রি পুরোদমে শুরু হবে ঈদের দুই তিন দিন আগ থেকে।

0 comments:

Post a Comment