পলাশ প্রতিনিধি: পলাশে ছাত্রলীগের বাধার মুখে বিএনপির ইফতার মাহফিল পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার জিনারদী আওয়ামী কার্যালয়ের সামনে বিএনপি ইফতার মাহফিলের প্যান্ডেল তৈরি করার সময় থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা বিএনপির প্যান্ডেল ভাঙচুর করে। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে দু'দলের মধ্যে উত্তেজনা বিরাজ করলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানটি অন্যত্র করার জন্য অনুরোধ করি। পরে তারা অনুষ্ঠানটি অন্যত্র করতে অপরাগতা প্রকাশ করে।
এদিকে এ ঘটনার জের ধরে পলাশ থানায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির মাস্টার, যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, থানা যুব দলের সাধারণ সম্পাদক হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ও থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাছুম খান। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী বলেন, ইফতার মাহফিলের প্যান্ডেলে এ ধরণের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের প্যান্ডেল ভেঙে উল্টো তারাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
Home
»
»Unlabelled
» পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৪ নেতাকর্মীর নামে মামলা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment