তৌহিদুর রহমান: নরসিংদীতে ৩ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ও সহকারী উপ-পরিদর্শক জিয়াউল হকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল নরসিংদী শহরের বাসাইল হতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মহিলা হোসনে আরা বেগম (৩৮) তরোয়া এলাকার হোসেন আলীর স্ত্রী।
গোয়েন্দা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের সূত্র ধরে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করে পলিথিনে প্যাকেটে কস্টেপ মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


0 comments:

Post a Comment