স্টাফ রিপোর্টার: শিবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ পরিদর্শকসহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ পরিদর্শকের নাম হুমায়ুন কবীর (৪৫)। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার খাটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নিহত গাড়ি চালকের পরিচয় এখনো পাওয়া যায় নি।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রেজওয়ান আহম্মেদ জানান, আজ সোমবার বিকেলে উপজেলার ঘশিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহসড়কে প্রাইভেটকার ও সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইওয়ে পুলিশের একজন অফিসার ও গাড়ির চালক নিহত হয়েছে। নিহতদের মরদেহ নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।
Home
»
»Unlabelled
» শিবপুরে সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ পরিদর্শকসহ ২ জনের মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment