স্টাফ রিপোর্টার: নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরিফ, নরসিংদী সদর আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূইয়া, নরসিংদী সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়া, সাবেশ কমিশনার আনোয়ার হোসেন, মাধবদী থানার ওসি ইলিয়াস হোসেন।
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান বলেন, ‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আজ মানুষ বুঝে গেছে আওয়ামীলীগকে যদি ধারাবাহিকভাবে ক্ষমতায় না রাখা যায় তাহলে উন্নয়ন হবে না।
প্রধান অতিথি ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিককে আবারো নির্বাচিত করুন। বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়ন চায়। উন্নয়নকামী সরকার হিসেবে ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দলের সকল নেতাকর্মীদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

0 comments:

Post a Comment