স্টাফ রিপোর্টার: গত শনিবার নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেলাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, টেটা, বল্লম ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত গ্রামের আজগর আলীর বাড়িতে প্রবেশ করে এলোপাথারি ভাবে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
বাধা দেয়ায় আজগর আলীর পুত্র নাদিম সহ ৪ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে উল্লেখিত লোকেরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো নাদিম (১৪), ওমর আলী (৪৫), রাজন (১৫), ওমর আলী ও নাদিয়া। আহতদের মধ্যে নাদিমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরনে জানা যায় বেলাটি গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র জামানদের একই গ্রামের মৃত হাসেন আলীর পুত্র আজগর আলীদের কাছে ছাব্বিশ পয়েন্ট জমি পায় অথচ আজগর গংরা জামানগংদের কাছে ৭ শতাংশ জমি পায় বলে জানা যায়। এ ব্যাপারে আজগর আলী মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 comments:

Post a Comment