আশাদউল্লাহ মনা: প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরী বাস্তবায়নসহ চার দফা দাবীতে পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে কয়েক’শ শ্রমিক মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন। বাংলাদেশ জুটমিলের সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদের ব্যাণারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, আবুল খায়ের, সিবিএ নেতা হারুন অর রশিদ ও নন-সিবিএ নেতা মোতাহার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়নসহ চারদফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান। নতুবা কঠোর কর্মসূচির দেওয়ার হুমকি দেন।


0 comments:

Post a Comment