মো. জসিম উদ্দিন: জাতীয় যক্ষ্মা নিয়šণ কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েট ডাক্তারদের নিয়ে গত ৮ জুন নরসিংদী সিভিল সার্জন অফিস যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।
নরসিংদী সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. জমসের আলী। যক্ষ্মা রোগের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন ডা. আবু কাওছার সুমন। স্বাগত বক্তব্য রাখেনব ব্র্যাক নরসিংদী জেলা ম্যানেজার প্রদীপ কুমার তরফদার। ওরিয়েন্টেশন সভার সহযোগিতায় ছিলেন ব্র্যাক নরসিংদী জেলা অফিস। সভায় বহুসংখ্যক গ্র্যাজুয়েট ডাক্তার অংশগ্রহণ করেন।

0 comments:

Post a Comment