স্টাফ রিপোর্টার: আমার ছেলে কোন অপরাধ করে নি। আমার ছেলে কোন অপরাধী নয়। তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নেই। সেহেরী খাবার জন্য ঘুম থেকে উঠেছিল আমার ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আমার বাড়ির ভিতরে ঢুকে সাদা পোশাকধারীরা আমার ছেলে নাহিদকে ধরে নিয়ে গেছে। তাকে একটা কথাও বলতে দেয় নি। আমাদের  কোন কথা তারা শুনেনি। আমার ছেলে এতিম, এতিমের উপর জুলুম করলে আল্লাহ সহ্য করবেন না। আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। আজ রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নরসিংদী জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক, নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের মা সাজেদা বেগম কান্না বিজড়িতকণ্ঠে তার প্রাণের এই আকুতিগুলো সাংবাদিকদের কাছে পেশ করেন। ছাত্রদল নেতা নাহিদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন নরসিংদী পৌরসভার কাউন্সিলর রোকনোজ্জামান রোকন, মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী, নাহিদের বড় চাচা হাজী তোফাজ্জল হোসেন ও হাজী খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি সাইফুল ইসলাম সোহেল, বিএনপি নেতা আলমগীর এবং ছাত্রদল নেতা নাহিদের বড় ভাই লুৎফর রহমান নাদিম। এছাড়াও এলাকার কয়েকশ নারী-পুরুষ সাংবাদিক সম্মেলনে যোগদান করে।
সম্মেলনে নাহিদের মা বক্তব্যে আরো বলেন, আমার তৃতীয় ছেলে সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস। সে কোন অপরাধী নয়। এলাকার সকল শ্রেণি পেশার মানুষ আমার ছেলেকে আদর স্নেহ করে। আমার ছেলেও এলাকার লোকজনকে সম্মান করে। নাহিদসহ আমি আমার ৩ ছেলেকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা ৩টি গাড়ী নিয়ে আমার বাড়ি আসে। এরপর তারা আমার ছেলেকে গ্রেফতারের কথা অস্বীকার করে। আমরা আইন শৃংঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। কেউ আমার ছেলেকে গ্রেফতারের কথা স্বীকার করছে না। এই অবস্থায় মা হিসেবে আমি অত্যন্ত মুহ্যমান হয়ে পড়েছি। তিনি আরো বলেন, নাহিদ যদি অজানা কোন দোষ করে থাকে তবে সেটা হতে তার রাজনীতি করা। রাজনীতি সারাদেশে অনেকেই করে। আমার ছেলের কি দোষ। রাজনীতির কারণে আমার ছেলে অপহৃত বা গুম হতে পারে না। সে যদি কোন অপরাধ করে থাকে তবে দেশে আইন আছে, আদালত আছে। আইন আদালত তার বিচার করবে। আমি আমার ছেলেকে ফেরত পাবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

0 comments:

Post a Comment