11:01
0

স্টাফ রিপোর্টার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদী সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়নস্থ পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মেহেরপাড়া ইউনিয়নেরর তরুণ চেয়ারম্যান মাহবুবুল হাসান এর উদ্যোগে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়।
শহীদ মিনারটি উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খান পোটন। গত ৩ ফেব্রুয়ারি সকালে পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাও: মজিবুর রহমান এর সভাপতিত্বে শহীদ মিনার উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ সংসদীয় আসনের সাংসদ কামরুল আশরাফ খান পোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের মেম্বার মো. হালিম।

0 comments:

Post a Comment