11:01
0
আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ : পলাশ উপজেলায় কামাল হোসেন (২৮) নামে এক মাদক স¤্রাটকে ৪০ পিস ইয়াবাসহ আটক করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
গতকাল বুধবার দুপুরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক স¤্রাট ও ছিনতাইকারী কামাল হোসেন ঘোড়াশাল পৌরসভার মিয়া-পাড়ার আবদুল মান্নান মিয়ার ছেলে। থানা সুত্রে জানা যায়, আটককৃত কামাল হোসেন দীর্ঘদিন যাবত পলাশ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি ও ছিনতাই করে আসছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত কামাল হোসেন একজন পেশাগত মাদক ব্যবসায়ি ও ছিনতাইকারী তার বিরুদ্ধে পূর্বেই ছিনতাই মামলা সহ একাধিক মাদক মামলা রয়েছে। এবারও কামাল হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


0 comments:

Post a Comment