আমিনুল হক, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ : বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া জামতলা সিআইজি সমবায় সমিতি কার্যালয় মাঠে ও লক্ষীপুর গ্রামে উন্নত জাতের সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন। উপ-সহকারী কর্মকর্তা আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেরেগোল হোসেন, ইউপি সদস্য দ্বীন ইসলাম।
অন্যদিকে নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাসের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দীন খাঁন সেন্টু, নারায়ণপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাব উদ্দিন মেম্বার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনসহ কৃষাণ-কৃষাণীরা। বক্তারা অনুষ্ঠানে সরিষার চাহিদা মেটাতে কৃষকদের উন্নত জাতের সরিষা চাষের পরামর্শ দেন।
0 comments:
Post a Comment