01:42
0
শান্ত বনিক : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেছেন, ফরমালিন ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমার আপোষহীন ভূমিকা থাকবে। তিনি গতকাল বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা চৌধুরী মোঃ আবুল ফারাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিনিশপুর ইউপি চেয়ারম্যান এম.এন জামান, মৎস্য চাষী হাজী মোঃ নুরুল হক, ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মৎস্য চাষী হাজী আঃ মোমেন, এনজিও ব্যক্তিত্ব সফল মৎস্য চাষী সফুরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারী হেচারী পরিচালক বিচিত্র কুমার সরকার।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আমরা আসি জেলার মানুষকে শাসন করার জন্য নয়  আমাদের কাজ হলো সেবা দান করা। একজন জেলা প্রশাসক হলো জেলার জন্য সেতু বন্ধন। আমরা সমঝোতা করে থাকি। তিনি উদাহরন টেনে বলেন, একটি চেইন যেমন বিভিন্ন রিং এর সমন্বয়ে গঠিত। রিং ছিড়ে গেলে যেমন তা আর কাজ করেনা তেমনি উন্নয়নের জন্য প্রয়োজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়। মাছ ডাল আমাদের আমিষ যোগায়। আমরা মাছে ভাতে বাঙ্গালী। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অধিক জনবহুল ঘনবসতির দেশ বাংলাদেশ। তবু আল্লাহ আমাদের খাইয়ে পড়িয়ে রেখেছেন। শিল্প, কল কারখানা বৃদ্ধির কারনে ফসলী জমি ও জলাশয় কমে যাচ্ছে। শিল্পের বর্জ্যরে জন্য খাল, বিল ও নদীর মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। বক্তারা খাল, বিল, নদী রক্ষার জন্য জেলা প্রশাসকের নিকট আহবান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি মৎস্য সপ্তাহের উদ্বোধনী ঘোষণা করেন। পূর্বাহ্নেজেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর অগ্রভাবে জেলা প্রশাসক জেলা প্রশাসকের কর্তা ব্যক্তি, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের লোকজন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। মৎস্য সপ্তাহ উদ্বোধনের পর পধান ও বিশেষ অতিথি বৃন্দ জেলা প্রশাসকের বাস-ভবনের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

0 comments:

Post a Comment