01:41
0
সরকার আদম আলী: শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ৭ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ করেছে সেলিম নামে এক লম্পট দুলাভাই। গত ১ রমজানের দিন ইফতারের সময় রায়পুরা উপজেলার খলাপাড়া গ্রামে এই বর্বর কান্ডটি ঘটেছে। এলাকার জনগন লম্পট দুলাভাই সেলিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার ধর্ষিতা শ্যালিকাকে নরসিংদী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ  জেলার বাসিন্দা সেলিম ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করে। মাস ছয়েক আগে সে রায়পুরা উপজেলার খলাপড়া গ্রামের ময়েজ উদ্দিনের কন্যা গার্মেন্টস শ্রমিক জুয়েনা আক্তারকে বিয়ে করে। রমজান উপলক্ষে গত ৩০ জুন সে তার স্ত্রী জুয়েনাকে নিয়ে শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। সন্ধ্যায় প্রথম রমজানের ইফতার উপলক্ষে সকলের ব্যস্ত থাকার সুযোগে লম্পট দুলাভাই সেলিম শিশু শ্যালিকাকে ডেকে পাশ্ববর্তী একটি ধইনচা ক্ষেতে নিয়ে যায়। সেখানে সে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকলে শ্যালিকার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে লোকজন শিকল দিয়ে বেধে রেখে রায়পুরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক দুলাভাই সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
 

0 comments:

Post a Comment