স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা হজ্ব এজেন্সি মালিক সমিতির উদ্যোগে হজ্বযাত্রীদের হজ্বের ব্যবহারিক ও বাস্তব জ্ঞান দানের উদ্দেশ্যে হজ্ব প্রশিক্ষণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নরসিংদী জেলা হজ্ব এজেন্সি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাও: শওকত হোসাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহাবুবুল হক ও আলহাজ্ব হযরত মাও: মুফতী আলী আহমদ হুসাইনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা হিসেবে হজ্বের সময় সৌদি আরবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি  হজ্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। হজ্বকালীন সময়ে সৌদি আরবে হাজীদের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন। যা হাজ্বীদের হজ্ব ব্রত পালনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা হজ্ব এজেন্সি মালিক সমিতির সেক্রেটারী মুফতী আব্দুল কাদের মোল্লা, মাওলানা আশরাফ আলী ফারুকী, মাওলানা সোলায়মান মৃধা, মাওলানা মুফতী আতিকুল্লাহ, মাওলানা আবু সাইদ, মাওলানা জয়নাল আবেদীন ভূইয়, ক্বিবলা ইন্টারন্যাশনাল ট্রাভল্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাও: কেফায়েত উল্লাহ প্রমুখ। আলহাজ্ব হযরত মাও: কেফায়েত উল্লাহ তাঁর বক্তব্যে হজ্বে ফরজ ও ওয়াজিব সম্পর্কে হাজীদের ওয়াকিবহাল করেন। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় হাজ্বীদের হজ্বব্রত পালনের নিয়মকানুন গুলো বুঝিয়ে দেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব হযরত মাও: শওকত হোসাইন সরকার হাজ্বীদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। আল্লাহর মেহমান হাজীদের যেন কোন ধরণের সমস্যায় পড়তে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এজেন্সি মালিকদের প্রতি আহবান জানান।

0 comments:

Post a Comment