স্টাফ রিাপোর্টার: এপেক্স ক্লাব অব ভৈরব, নরসিংদীর উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট এপে. এবি.এম. আজরাফ টিপুর সভাপতিত্বে ইফতার মাহফিল ও ২১৮ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বাদ আছর নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে ক্লাব সেক্রেটারী ও ডিএনই এপে. মু. নাছিবুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ২১৮তম ডিনার মিটিং এ বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ডা. শফিকুল ইসলাম স্বপন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শাহরিয়ার সাকীর, এপে. এড. খন্দকার আতাউর রহমান, এপে. মনজিল এ মিল্লাত প্রমুখ।
শবে কদরের তাৎপর্য ও রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা ও মোনাজাত করেন এপে. মাওলানা কাজী আবদুল হামিদ। ইফতারবাদ ক্লাব প্রেসিডেন্ট এপে. এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে ২১৮তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়। ২১৮তম ডিনার মিটিং এ এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।


0 comments:

Post a Comment