রায়পুরার আল-ফারুক মডেল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাজেদুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুরা উপজেলার বাঙালীনগর আল-ফারুক মডেল মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এর পিতা মরহুম হাফেজ মোহাম্মদ আলী ও এলাকার বিশিষ্টজনদের স্মরণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মো. আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সুধীজনদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আদিল ভূঁইয়া, শাহ-আলম ভূঁইয়া, আবুল কাশেম খাঁন, আবদুল মালেক, মো. শহীদুল্লাহ, মো. আলতাফ হোসেন, আবদুল কুদ্দুছ মাস্টার, ইদ্রিস আলী মুন্সি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন। ইফতারের পূর্বে প্রতিষ্ঠানের উন্নতি এবং দোজাহানের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
0 comments:
Post a Comment