স্টাফ রিপোর্টার: আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ছাত্র শিক্ষকের উদ্যোগে গতকাল ২২ জুন দু:স্থ, অসহায়, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও এতিমদের জন্য আমাদের ভালোবাসায় আয়োজিত ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন মনোহরদী পৌরসভার মেয়র মো. আমিনুর রশিদ সুজন, নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বক্তব্য রাখেন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. বিল্লাল হোসেন, সিটি কলেজ স্টাফ কাউন্সির এর সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র অবির হোসেন অনন্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র প্রভাষক গোলাম হোসেন সরকার আরিফ।

0 comments:

Post a Comment