বিএসটিআই’র লোগো বসিয়ে প্রাণের প্রতারণা ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা
গ্রামীণ দর্পণ ডেস্ক: অনুমোদনহীন খাদ্যপণ্যে সরকারি অনুমোদনের প্রতিষ্ঠান ‘বিএসটিআই’-এর লোগো ব্যবহার, কারখানায় ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মে বাংলাদেশের নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা মেহনাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাণ এগ্রো লিমিটেডের কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার হযরত আলী বলেন, পণ্যটির বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল। এখনও আবেদনের কাগজ তারা হাতে পান নি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা মেহনাজ জানান, মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল নাটোর শহরতলীর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদনহীন না নিয়েই পণ্যে লোগো ব্যবহার করে ‘এডিবল জেল’ ব্যবহার করে প্রাণ এগ্রো কোম্পানি ম্যাজিক কাপ প্লাস নামে একটি শিশু খাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এই অপরাধে ওই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় নিষিদ্ধঘোষিত পলিথিন এবং ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ থাকায় সর্তক করে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনুমোদন পাওয়ার আগে কোনো পণ্য বাজারজাত করা বা তা বাজারজাত করার জন্য ব্যবহার আইনত অপরাধ। অভিযানের সময় বিএসটিআইএ’র ফিল্ড অফিসার রকিবুল হাসানসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্ন্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের খাদ্যপণ্য সহ সব ধরণের বাজারজাত করা পণ্যের সার্টিফিকেট দেয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করা দ-নীয় অপরাধ।
0 comments:
Post a Comment