স্টাফ রিপোর্টার: নরসিংদীর ঘোড়াশাল আঞ্চলিক সড়কের বেহাল দশা। নরসিংদীতে সড়ক পরিবহন ও  সেতু মন্ত্রীর নির্দেশের পরও সংস্কার হয়নি পাঁচদোনা থেকে ঘোড়াশাল পর্যন্ত আঞ্চলিক সড়কটি। সড়ক পরিদর্শন করে ৭ দিনের মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। কিন্তু নির্দেশনার পর ও সড়কটির সংস্কার হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দাবি, নির্দেশ অনুযায়ী সড়কটি সংস্কারের চেষ্টা চলছে।
ঘোড়াশাল থেকে পাঁচদোনা পর্যন্ত আঞ্চলিক রাস্তা সাতদিনের মধ্যে মেরামতের প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু সড়কটির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে সড়কটি। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর যাতায়ত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এ প্রসঙ্গে এলাকাবাসী বলেন, 'বিগত চার পাঁচ বছর যাবত একই অবস্থা কোনো কাজ হয় না। এ কারণে এই রাস্তাকে অনেকেই মরণের রাস্তা বলে।
তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার দাবি মন্ত্রীর নির্দেশ অনুযায়ী সড়কটি সংস্কারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে নরসিংদীর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, 'একটি উন্নয়ন প্রকল্প সরকারের দপ্তরে পাঠানো হয়েছে। আমরা আশা করছি প্রকল্পটি অনুমোদিত হয়ে গেলে রাস্তাটি পুরোপুরিভাবে সংস্কার করা সম্ভব হবে।


0 comments:

Post a Comment