মো. জসিম উদ্দিন: ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন (জাফরী) বলেছেন ইসলাম ছাড়া আল্লাহ ভীতি ছাড়া দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সমাজ গঠন কখনো সম্ভব নয়। আর তা ইসলামী আন্দোলনের মাধ্যমেই সম্ভব, ইসলামী আন্দোলনেই রয়েছে আল্লাহ’র ভীতি। তিনি গত ১১ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আন্দোলন সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী। বক্তব্য রাখেন বিশেষ অতিথি নরসিংদী বাজার মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা সেক্রেটারী আশরাফ উদ্দিন ভূইয়া, ইসলামী আন্দোলনের নেতা মাস্টার বজলুল হক, ডা. ইদ্রিছ আলী, শ্রমিক নেতা ওহেদ মিয়া, যুব নেতা হাবিবুর রহমান হাবিব, হাফেজ জুবায়ের আহমেদ, ছাত্র নেতা জয়নাল আবেদীন।

0 comments:

Post a Comment