স্টাফ রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : প্রকল্পের চাল প্রতারণামূলকভাবে আত্মসাৎ ও স্বাক্ষর জালের অভিযোগে বেলাবতে এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি বেনুজীর আহাম্মেদ বেনুর বিরুদ্ধে বেলাব থানায় বাদী হয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল গণি মামলাটি দায়ের করেছেন। (বেলাব থানা মামলা নং- ৫(২)২০১৭ ইং ধারা ৪০৬/৪২০/৪৬৮ দ:বি:। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত চেয়ারম্যান তার দায়িত্বকালীন সময়ে একটি কাবিখা প্রকল্পের বাস্তবায়ন কমিটিতে সভাপতি হিসেবে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ এনে অত্র ইউপি সদস্য মো. রূপঁচান মিয়া তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকতা সুলতানা রাজিয়ার নিকট একটি আবেদন করলে তিনি তদন্তপূর্বক ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রতিবেদন দায়ের করেন। এর প্রেক্ষিতে দীর্ঘ ৮ মাস আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এক চিঠিতে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে ফৌজদারী কার্যবিধিতে মামলা দায়েরের নির্দেশ দিলেও অভিযোগকারী রূপচাঁন মিয়ার অভিযোগ এতদিন স্থানীয়ভাবে নানা তদবীর ও চাপের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টার পর অবশেষে গত ৮ ফেব্রুয়ারি মামলাটি রুজু করা হয়। তবে আসামী বেনুজীর আহাম্মেদ বেনু আত্মগোপনে থাকায় পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারে নি। এ ঘটনায় এলাকাবাসী খুশি।
বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি বেনুজীর আহাম্মেদ বেনুর বিরুদ্ধে বেলাব থানায় বাদী হয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল গণি মামলাটি দায়ের করেছেন। (বেলাব থানা মামলা নং- ৫(২)২০১৭ ইং ধারা ৪০৬/৪২০/৪৬৮ দ:বি:। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত চেয়ারম্যান তার দায়িত্বকালীন সময়ে একটি কাবিখা প্রকল্পের বাস্তবায়ন কমিটিতে সভাপতি হিসেবে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ এনে অত্র ইউপি সদস্য মো. রূপঁচান মিয়া তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকতা সুলতানা রাজিয়ার নিকট একটি আবেদন করলে তিনি তদন্তপূর্বক ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রতিবেদন দায়ের করেন। এর প্রেক্ষিতে দীর্ঘ ৮ মাস আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এক চিঠিতে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে ফৌজদারী কার্যবিধিতে মামলা দায়েরের নির্দেশ দিলেও অভিযোগকারী রূপচাঁন মিয়ার অভিযোগ এতদিন স্থানীয়ভাবে নানা তদবীর ও চাপের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টার পর অবশেষে গত ৮ ফেব্রুয়ারি মামলাটি রুজু করা হয়। তবে আসামী বেনুজীর আহাম্মেদ বেনু আত্মগোপনে থাকায় পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারে নি। এ ঘটনায় এলাকাবাসী খুশি।
0 comments:
Post a Comment