10:07
0
স্টাফ রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : কুরআন ও সুন্নাহ’র পথে আহবানকারীনী নরসিংদীর বিশিষ্ট মহিলা মাহফিল নেত্রী মুক্তেজা আক্তার খাতুন আর বেঁচে নেই।
বাড়ি বাড়ি ঘুরে নারী সমাজকে পরপারের পথ দেখিয়ে নিজেই পরপারে পাড়ি জমিয়েছেন। মস্তিস্কে ইনফেকশনজনিত কারণে গত বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ‘ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন’। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যাসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে এই মহিয়শী মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নরসিংদী শহরে বিশেষ করে নারী সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শত-শত নারী, পুরুষ ও শিশু মহিয়শী মুক্তেজা আক্তারের বাড়িতে গিয়ে ভীড় জমায়। রাত ১০ টায় মরহুমার লাশ বাড়িতে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। পুত্র-কন্যা ও আত্মীয়-স্বজনের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠে। অশ্র“সজল হয়ে উঠে উপস্থিত সকলের চোখ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ভীড় অব্যাহত থাকে। বেলা ১০ টায় নরসিংদী শহরের বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে গাবতলী গোরস্থানে দাফন করা হয়। মরহুমা মুক্তেজা আক্তার, নরসিংদী জেলা শহরের ব্রাহ্মন্দী মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফাজ উদ্দিনের স্ত্রী। নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকাসহ সারা এলাকার নারী সমাজ যখন কু-সংস্কারাচ্ছন্ন তখন তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে নারী সমাজকে ধর্মের পথে সংগঠিত করেন। তিনি নারী সমাজকে জীবনের প্রতিটি স্তরে ধর্মীয় বিধি বিধান মেনে চলার বাধ্যবাধকতা সম্পর্কে জ্ঞান দান করেন। তিনি এলাকায় অসংখ্য মহিলা মাহফিলের নেতৃত্ব দান করেন।

0 comments:

Post a Comment