10:05
0

হলধর দাস, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদীর ঐতিহ্যবাহী সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট (২০১৬-১৭) নরসিংদী জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ৬ ফেব্রুয়ারি নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়কে ৭ উইকেটে পরাজিত করে টানা ৫ম বারের মতো জেলা চ্যাম্পিয়ন হওয়ার এই বিরল গৌরব অর্জন করে সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ শীতকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে ৫ম বার উপজেলা চ্যাম্পিয়ন, ৫ম বার জেলা চ্যাম্পিয়ন এবং ৩য় বার ঢাকা উপ-অঞ্চলে ক্রিকেটে রানার আপ এবং ঢাকা উপ-অঞ্চলে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ও ঢাকা অঞ্চলে রানার আপ এবং নরসিংদী জেলায় হকিতে ৫ম বার ও কাবাডিতে ৪র্থ বারের  মত জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি বিতরণ করেন। টানা ৫ম বারের মত ইয়াং টাইগার ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায়  পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক) এমপি সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ-এর সকল খেলোয়াড়, শিক্ষার্থী, শিক্ষক ও গভর্নিংবডির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বিজয় লাভে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্খীরা আনন্দ মিছিলের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে।



0 comments:

Post a Comment