09:15
0
মনোহরদী প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : গতকাল শুক্রবার মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও সার্টিফিকেট  প্রদান করা হয়েছে।
উপজেলার প্রবীণ রাজনীতিবিদ শিক্ষানুরাগী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আফাজ উদ্দিন খাঁন এর স্মরণে আফাজ উদ্দিন খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৭ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধা যাচাই করে ৭ জন প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, ৮ জন ২য় স্থান অর্জনকারী ৮ হাজার টাকা, সাধারণ গ্রেড পাওয়া ৪২ জনকে ৩ হাজার টাকা করে মোট ৫৭ জন শিক্ষার্থীকে সম্মানি ও সার্টিফিকেট প্রদান করা হয়। টেলেন্টপুল গ্রেড-১ পেয়েছে ৭ম শ্রেণি হতে সাদরুল ইসলাম, ৮ম শ্রেণি হতে নাফিসা আজমী মীম, ৯ম শ্রেণি হতে তারিকুর রহমান তানিম।
অনুষ্ঠানে ফান্ডেশনের সভাপতি সাহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এনামুল হক খাঁন দোলন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়। অনুষ্ঠান উদ্বোধন করেন কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন খাঁন কনক।


0 comments:

Post a Comment