09:18
0
মাজেদুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : গত বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ছিল এসএসসি ও সমমানের ইংরেজী (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ৩য় পরীক্ষা। পরীক্ষা চলাকালিন সময় নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, উক্ত কেন্দ্রে পরীক্ষার পরিবেশে ছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সন্তোষজনক। অনাকাঙ্খিত পরিস্থিতি ও নকল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ। ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন রায়পুরার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মুরশিদ আহমেদ। সহকারি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন রায়পুরা উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাবিকুন্নাহার রোজী। এ কেন্দ্রে ১১টি উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪৭ জন। তবে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে ৯৪৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ৩ জন।
উল্লেখ্য, স্বাগতিক হাসনাবাদ উচ্চ বিদ্যালয়, বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়, আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়. ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইকান্দি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, বদরপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়,  নিলক্ষা শব্দর আলী খাঁন উচ্চ বিদ্যালয় এবং মণিপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যথাক্রমে ২৫৮ জন, ৫৯ জন, ১২৩ জন, ১১৪ জন, ৭১ জন, ৫৩ জন, ৩৭ জন, ৫৩ জন, ৬২ জন, ৫১ জন এবং ৭১ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যš (বৃহস্পতিবার) উক্ত কেন্দ্রে বহিস্কারের কোন খবর পাওয়া যায়নি।


0 comments:

Post a Comment