পলাশে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান
আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি: সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে পলাশ উপজেলার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়েছে। আাজ সোমবার দুপুরে পলাশ থানার সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত থেকে উপজেলার ১০টি সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি চেক প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের সমন্বয়কারী বজলু রহমান, রঞ্জন দেবনাথ, ফজলু রহমান, ক্লাস্টার লিডার তাজউদ্দিন মোড়ল, সাজেদা ফাউন্ডেশনের নরসিংদী জেলা শাখার ব্যবস্থাপকম মোসলেম আলী, বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক ভূইয়া প্রমুখ।
0 comments:
Post a Comment