বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলখানা মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নরসিংদী জেলা বিএনপির সভাপতি বিএনিপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সাবেক এম.পি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি এ.কে.এম গোলাম কবির কামাল, জেলা যুবদলের আহ্বায়ক মুহসীন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল প্রমুখ। এ সময় বক্তারা বিনএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
0 comments:
Post a Comment